বাংলাদেশে ই-কৃষির সম্ভাবনা

লেখকঃ কৃষিবিদ মোঃ মিকাইল হোসেন

বাংলাদেশে কৃষি প্রধান দেশ। এদেশে শতকরা ৭৫ ভাগ লোক গ্রামে বাস করে। বাংলাদেশের গ্রাম এলাকায় ৫৯.৮৪% লোকের এবং শহর এলাকায় ১০.৮১% লোকের কৃষিখামার রয়েছে। মোট দেশজ উৎপাদন তথা জিডিপিতে কৃষিখাতের অবদান ১৯.১% এবং কৃষিখাতের মাধ্যমে ৪৮.১% মানুষের কর্মসংস্থান তৈরি হচ্ছে। ধান, পাট, তুলা, আখ, ফুল ও রেশমগুটির চাষসহ বাগান সম্প্রসারণ, মাছ চাষ, সবজি, পশুসম্পদ উন্নয়ন, মাটির উর্বরতা বৃদ্ধি, বীজ উন্নয়ন ও বিতরণ ইত্যাদি বিষয়সমূহ এ দেশের কৃষি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগসমূহের নিকট এখন খুবই গুরুত্বপূর্ণ ইস্যু।

ই-কৃষিঃ ই-কৃষি হলো ইলেকট্রনিক কৃষির সংক্ষিপ্ত রুপ। ইলেকট্রনিক প্রবাহের মধ্য দিয়ে কৃষি সম্পকৃত ভ্যালু-চেইনের প্রত্যেকটা উপাদানের কার্যকারীতার দক্ষতা বৃদ্ধি ও তথ্য সরবরাহের প্রক্রিয়াই হলো ই-কৃষি। ই-কৃষিতে আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে

১। কম সময়ে কম খরচে কৃষি উপকরন কৃষকদের দারপ্রান্তে সরবরাহ করা সম্ভব,

২। স্বল্প সময়ে কৃষি আবহাওয়া সম্পর্কে কষকরা তথ্য পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের সুযোগ পাবে।

৩। কৃষি উৎপাদনে নিত্য নতুন প্রযুক্তি ব্যবহার করে কৃষি উৎপাদনশীলতা বাড়ানো যাবে।

৪। কৃষি উৎপাদন, সংরক্ষন ও প্রক্রিয়াজাতকরনে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে কৃষি ভ্যালু-চেইনের ব্যাক-ওয়ার্ড ও ফরওয়ার্ড লিংকেজ এর মধ্যে সমন্বয় সাধন করে বাজারে কৃষি পন্যের স্থীতিশীল অবস্থা নিশ্চিত করা যাবে।

Spread the love

3 thoughts on “বাংলাদেশে ই-কৃষির সম্ভাবনা

    1. Thank you so much for your kind words and support! I’m so glad to hear that you love the site. It’s always encouraging to receive positive feedback, and it motivates me to keep creating content that you and other readers will enjoy. Stay tuned for more posts, and please feel free to share any topics you’re particularly interested in. Your engagement is greatly appreciated. Thanks again, and I look forward to continuing to provide content that you love!

  1. I have been surfing online greater than three hours as of late, but I never
    discovered any interesting article like yours. It’s lovely value sufficient for me.
    In my opinion, if all site owners and bloggers made excellent content material as you did, the net will probably be a lot more helpful than ever before.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *